ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

পরীক্ষা চলাকালীন বাস চালু থাকবে হাবিপ্রবিতে 

হাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৩:৩৯, ১ জানুয়ারি ২০২১

করোনা আপদকালীন পরিস্থিতিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অনুষ্ঠিতব্য স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত এবং স্নাতকোত্তরের সকল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা চালু থাকবে। 

শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে নিদিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে শহরে এবং শহর থেকে ক্যাম্পাসে চলাচল করবে। শীতকালীন ছুটি শেষে এর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে, গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৬তম একাডেমিক কাউন্সিলে স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর সকল সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা ৭ জানুয়ারি থেকে গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি অকার্যকর ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আবাসিক হল খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
এআই/এসএ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি